মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুর উপজেলার চালকিডাঙ্গা বাজারে মোবাইলকোর্ট পরিচালনা করে মেসার্স চঞ্চল এন্টারপ্রাইজ নামে এক কীটনাশক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। জানা যায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়া হোসেনের অভিযোগের ভিত্তিতে মেসার্স চঞ্চল এন্টারপ্রাইজের মালিক ওহেদুজ্জামান (৪৫) কীটনাশক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় তার দোকানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখা ও বিক্রয় করার অপরাধে বালাইনাশক আইন ২০১৮ অনুযায়ী তাকে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জনসম্মুখে বিনষ্ট করা হয়। মোবাইল কোর্টে মনিরামপুর থানার পুলিশ সদস্য অংশ নেন। জনস্বার্থে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানা গেছে।
