মনিরামপুর (যশোর) প্রতিনিধি :
ঐতিহাসিক ৬ ডিসেম্বর যশোর মুক্ত দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে মনিরামপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মনিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১০ টায় পৌর শহরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এর পর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্ত্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, সহকারী কমিশনার(ভূমি) মোঃ আলী হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মোঃ মনিরুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা গোলাম রসুল ও গাজী আব্দুল হামিদ। অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বক্তাগণ বলেন, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বৃহত্তর যশোর (বর্তমান যশোর, মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল জেলা) মহান মুক্তিসংগ্রামের মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর দখলে আসে। এদিন পাকহানাদার বাহিনী যশোর থেকে পালিয়ে যায় এবং অনেকে আত্নসমর্পন করে। এদিন যশোরের মুক্তিকামী মানুষ বিজয় উল্লাসে মেতে উঠে এবং স্বাধীন বাংলাদেশের পতাকা এদিন যশোরে প্রথম উড্ডয়মান হয়েছিলো। দেশের প্রথম শত্রুমুক্ত জেলা হিসেবে যশোরকে ইতিহাসের পাতায় নাম লেখা হয়েছিলো। দেশের প্রথম শত্রুমুক্ত জেলা হিসেবে যশোরের মানুষ তাই আজও গর্ব করে আসছে।
অনুষ্ঠানের বক্তাগণ আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস অবিচল রাখার জন্য আজকের যশোর মুক্ত দিবসের ন্যায় জাতীয় দিবস উদযাপন করে আমাদের ভবিষ্যত প্রজন্মের মাঝে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। এক্ষেত্রে বীরমুক্তিযোদ্ধাদের এগিয়ে আসার জন্য আহবান জানানো হয়।
