হোম খুলনাযশোর মনিরামপুরে এমপি এস এম ইয়াকুব আলীর সংবর্ধনা

মনিরামপুরে এমপি এস এম ইয়াকুব আলীর সংবর্ধনা

কর্তৃক Editor
০ মন্তব্য 125 ভিউজ

রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর):

শান্তির জনপদে অশান্তির অপচেষ্টা চালালে প্রতিহত করতে হবে

যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী বলেছেন, ‘মনিরামপুর একটি শান্তির জনপদ। এখানে শান্তি-সম্প্রীতি যাতে কেউ বিনষ্ট করতে না পারে সেদিকে দৃষ্টি রাখবেন। আপনারা বুক ফুলিয়ে হাঁটবেন, এই মাটি আপনাদের। মনিরামপুরে কেউ শান্তি বিনষ্টের চেষ্টা চালালে আমাদের সবাই মিলে প্রতিহত করতে হবে’। শনিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করায় নিজের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংবর্ধনা কমিটির আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এমপি আরও বলেন, ‘একটি পরিবার মনিরামপুরে দীর্ঘদিন ধরে শাসন করে আসছিল। সংসদ নির্বাচনে পরাজিত হয়ে তাদের অনুসারীরা, তাদের প্রেতাত্মারা এখনো বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। সুতরাং তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে’। সাবেক ছাত্রনেতা তাজাম্মূল হুসাইন কাজী টিটো ও মনিরুজ্জামান মিল্টনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। সংবর্ধিত বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগ নেতা জি এম মজিদ, গৌর কুমার ঘোষ, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, নেহালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, ভোজগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোড়ল, দূর্বাডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফজলুর রহমান এবং ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বাপ্পি হুসাইন।

এদিকে, এমপি আলহাজ্ব এস এম ইয়াকুব আলী শনিবার সকালে মনিরামপুর সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মেহেদী হাসান শাকিল, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ এবি এম মেহেদী মাসুদ, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটন, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, আওয়ামী লীগ নেতা জি এম মজিদ, আবুল কালাম আজাদ ও গৌর কুমার ঘোষ। সরকারি খাদ্য গুদাম সূত্রে জানা যায়, ধান-চাল সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। ধান প্রতি কেজি ৩২ টাকা এবং প্রতি মন ১২৮০ টাকা, প্রতি কেজি সিদ্ধ চাল ৪৫ টাকা দরে কেনা হবে। ওই সময়ের মধ্যে উপজেলায় ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা হচ্ছে-ধান ২৮২৩ মেট্রিক টন, চাল ২৮২৩ মেট্রিক টন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন