মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ফিউচার ওয়াল্ড যশোরের মনিরামপুর সার্ভিস সেন্টারের উদ্যোগে শনিবার দাতব্য অনুষ্ঠান সম্পন্ন হয়। এ উপলক্ষে ২০ জন এতিম শিশুকে পোশাক ও ৩৫০ জন গরিব অসহায় নারীদের মাঝে বিনামূল্যে চাল ডালসহ বিভিন্ন সামগ্রি বিতরণ করা হয়। উপজেলার মুন্সিখানপুর গ্রামে বিকেলে আয়োজন করা হয় দাতব্য অনুষ্ঠানের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান। ফিউচার ওয়ার্ল্ডের মনিরামপুর সার্ভিস সেন্টারের সিনিয়র ম্যানেজার ফরহাদ হোসেন রাজুর সভাপতিত্বে এবং শরিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মনিরামপুর প্রেসক্লাবের সাবেক সহসভাপতি সহকারি অধ্যাপক নুরুল হক, অন্বেষা কম্পিউটার সেন্টারের পরিচালক শফিয়ার রহমান, সাংবাদিক জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য আলেক গাজী, আব্দুস সাত্তার, আব্দুল কাদের, আব্দুল আলীম প্রমুখ। অনুষ্ঠানে ২০ জন এতিম শিশুকে পোশাক ও ৩৫০ নারীকে বিভিন্ন পণ্য সামগ্রি প্রদান করা হয়।