হোম খুলনাযশোর মনিরামপুরে ইয়াবা ও মদসহ ইউসুফ নামে এক মাদক কারবারি আটক

মনিরামপুরে ইয়াবা ও মদসহ ইউসুফ নামে এক মাদক কারবারি আটক

কর্তৃক Editor
০ মন্তব্য 49 ভিউজ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে ইউছুফ গাজী (১৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও ২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। রোববার সন্ধ্যা ৭টার দিকে মনিরামপুর উপজেলার মনোহরপুর গ্রাম থেকে আটক ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান।

তিনি জানান, রবিবার সন্ধ্যার দিকে মনোহরপুর গ্রামে বিল্লাল গাজীর বাড়িতে তাদের নেতৃত্বে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিল্লাল গাজী পালিয়ে গেলেও ইউসুফকে আটক করা হয়। তিনি আরও বলেন, ইউসুফ মনোহরপুর এলাকায় থেকে দীর্ঘদিন মাদক কারবার কর ছিলেন। অভিযানের সময় তার সহযোগী এবং মাদক চক্রের মূল হোতা বিল্লাল গাজী পালিয়ে যান। আটককৃত ইউছুফসহ তারসহযোগী পলাতক বিল্লাল গাজীর বিরুদ্ধে মনিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ইউছুফকে সোমবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মনিরামপুর থানা পুলিশ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন