হোম খুলনাযশোর মনিরামপুরে ইটভাটা মালিক-শ্রমিকদের ৭ দফা দাবি আদায়ে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

মনিরামপুরে ইটভাটা মালিক-শ্রমিকদের ৭ দফা দাবি আদায়ে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

কর্তৃক Editor
০ মন্তব্য 21 ভিউজ

রিপন হোসেন সাজু:

ইটভাটাকে শিল্প ঘোষণাসহ ৭ দফা দাবি আদায়ে মনিরামপুর ইট প্রস্তুতকারী মালিক-শ্রমিক ঐক্য পরিষদ মাঠে নেমেছেন। পূর্ব ঘোষণা ছাড়াই ইট প্রস্তুত মৌসুমে ইটভাটা বন্ধের নির্দেশনা কোনভাবেই মেনে নিতে পারছেনা তারা। এতে ইটভাটায় কর্মরত হাজার হাজার শ্রমিকসহ তাদের পরিবারবর্গ নিয়ে পথে বসবে। ইটভাটা বন্ধে যৌক্তিক সময় দেয়াসহ সরকারিভাবে আর্থিক ক্ষতিপূরণের দাবি করেছেন তারা। এ সময় উপজেলা বিএনপি, জামায়াত ইসলামী’সহ নানা দলের নেতৃবৃন্দ দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য প্রদান করেন। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে এসব দাবি আদায়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। এ সময় উপজেলা নির্বাহী অফিসারে সামনে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে হাজার হাজার ইটভাটা শ্রমিক বিক্ষোভ করে। উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির একটি প্রতিনিধিদল উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্নার কাছে জিগ-জাগ ইটভাটায় হয়রানি বন্ধ, মাটি কাটতে জেলা প্রশাসকের প্রত্যয়নপত্র নেয়ার বিধান বাতিল, ইটভাটা বন্ধে আর্থিক ক্ষতিপূরণ, সহজেই জিগজাগ ইটভাটার লাইসেন্স প্রাপ্তিসহ ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদান শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ দাবির প্রতি সংহতি জানান। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন, বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মুছা, জামায়াত ইসলামের সূরা সদস্য অ্যাডভোকেট গাজী এনামূল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, ইসলামী আন্দোলনের সভাপতি ইবাদুল ইসলাম মনু, উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সহসভাপতি আক্তারুল ইসলাম, হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মাহবুবু হাসান ফারুক, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিঠু, গাজী আইয়ুব হোসেন, গাজী ইয়াকুব আলী, শাহানাজ বেগম প্রমূখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন