হোম খুলনাযশোর মনিরামপুরে ইটভাটার মেশিনে আটকা পড়ে প্রাণ গেল শ্রমিকের

মনিরামপুরে ইটভাটার মেশিনে আটকা পড়ে প্রাণ গেল শ্রমিকের

কর্তৃক Editor
০ মন্তব্য 43 ভিউজ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :

মনিরামপুর উপজেলায় ইটভাটার ‘কাদামাটি ইট তৈরির মেশিন’-এ আটকা পড়ে জাকির মোড়ল (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সরুপদাহ এলাকায় অবস্থিত ‘মেসার্স বোল্ড ব্রিকস্’ নামের ইটভাটায় এ ঘটনা ঘটে। নিহত জাকির মোড়ল উপজেলার মুন্সিখানপুর গ্রামের মৃত আব্দুল খালেক মোড়লের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই বছর ধরে মেসার্স বোল্ড ব্রিকস্ শ্রমিক হিসেবে কাজ করছেন জাকির মোড়ল। প্রতি বৃহস্পতিবার তিনি ‘কাদামাটি ইট তৈরির মেশিন পরিস্কার করে থাকেন। ঘটনার দিন দুপুরে জাকির কাদামাটি ইট তৈরির মেশিন পরিস্কার করার সময় আকস্মিকভাবে তার ভিতরে পড়ে যান। এতে চলন্ত মেশিনে পেঁচিয়ে গিয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থালে গিয়ে প্রায় ৩ ঘন্টা প্রচেষ্টার পর জাকিরের মরদেহ উদ্ধার করে। ভাটার মালিক আমিনুর ইসলাম লাল্টু জানান, জাকির প্রায় ২ বছর ধরে ইটভাটায় কাজ করছে। দুপুরে মেশিন পরিস্কার করার সময় দূর্ঘটনাবসত মেশিনে আটকা পড়ে সেখানে তার মৃত হয়। ভাটা মালিকদের পক্ষ থেকে যতটুকু সম্ভব তার পরিবারকে সহযোগীতা করা হবে। মনিরামপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ সাফাওয়াত হোসেন বলেন, কাটামাটি প্রস্তুতকারী মেশিনে আটকা পড়া শ্রমিকের মরদেহ ৩ ঘন্টা প্রচেষ্টায় উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। মনিরামপুর থানা অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, ইটভাটায় মেশিনে কাটা পড়া শ্রমিকের মরদেহ উদ্ধার করে হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন