হোম খুলনাযশোর মনিরামপুরে আইবিডাবলুএফ এর ইফতার ও দোয়া মাহফিল

মনিরামপুরে আইবিডাবলুএফ এর ইফতার ও দোয়া মাহফিল

কর্তৃক Editor
০ মন্তব্য 28 ভিউজ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:

মনিরামপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্টস বিজনেস ওয়েলফার ফাউেন্ডশনের আয়োজনে রোজাদারদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মনিরামপুর মাছ বাজারের দ্বিতীয় তলায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ফাউন্ডেশনে সভাপতি মোঃ আবুল হোসনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা জামায়াতের সম্মানিত আমীর ফজলুল হক। ইন্ডাস্ট্রিয়ালিস্টস বিজনেস ওয়েলফার ফাউন্ডেশনের পরিচালক আবু সালেহ মোঃ উবাইদুল্লাহর পরিচলানায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন সেক্রেটারী, আই.বি.ডাবলু.এফ এর যশোর জেলা পরিচালক রেজাউল করিম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সূরা সদস্য ও সম্মিলনী ডিগ্রী কলেজের আধ্যপক মাওলানা সেলিম জাহাঙ্গীর। এ সময় বক্তারা ব্যবসায়ীদের উদ্দ্যেশে বলেন, রমজান মাসে শতভাগ হালাল ব্যবসা করার মনসিকতা রাখেতে হবে। অন্যান্য দিনের তুলনায় রোজাদারদের সম্মানে সল্প লাভে মালামাল বিক্রয়ে তাদের প্রতি আহবান জানান তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন