হোম অন্যান্যসারাদেশ মনিরামপুরে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির সদস্যদের বেধে রেখে দুর্ধর্ষ ডাকাতি

২৫ দিন আগে একই এলাকায় ডাকাতি, জনমনে আতংক

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :

মনিরামপুরে বাড়ির সদস্যদের অস্ত্রের মূখে জিম্মি করে বেধে রেখে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। শুক্রবার রাত দুই টার দিকে উপজেলার কোদলাপাড়া মশিয়ার রহমানের বাড়ির গেট ভেঙ্গে ১০/১২ জন হাফ প্যান্ট পরিহিত মুখোশধারি ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে। এ ঘটনার ২৫ দিন আগে একই এলাকায় ডাকাতি সংঘটিত হয়। এতে করে একই এলাকায় দু’টি ডাকাতির ঘটনায় জনমনে আতংক বিরাজ করছে। খবর পেয়ে সহকারি পুলিশ সুপার, থানার ওসিসহ ডিবি ও পিবিআই’র উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাড়ির গৃহকর্তা মশিয়ার রহমান জানান, তিনি পেশায় একজন বেকারি ব্যবসায়ী। বেকারির খাবার উপজেলার ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে পাইকারিহারে সরবরাহ করা হয়। ঘটনার দিন ব্যবসায়ীক আদায়কৃত প্রায় ৪ লাখ টাকা বাড়িতে রাখা হয়। এদিন রাত দুই টার দিকে হাফ প্যান্ট পরিহিত ১০/১২ জন মুখোশধারি ঘরে ঢুকে তাকে মারপিট করে। এক পর্যায় তাকেসহ তার স্ত্রী ও মেয়েকে বেঁধে ফেলে। এরপর চাবি নিয়ে আলমারিতে রক্ষিত ৪ লাখ টাকা, প্রায় ৫ ভরি স্বর্নালংকার লুট করে নিয়ে যায়। এসময় প্রায় ঘন্টাব্যাপী ডাকাতি করে নিরাপদে সটকে পড়ে ডাকাতদল।

এর আগে গত ২৯ অক্টোবর ঘটনাস্থলের কাছেই নালেরকান্দা গ্রামের কাশেম আলীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। এসময় মুখোশধারি ৭ জন ডাকাত ওই বাড়ি হতে নগদ ১৫ হাজার টাকা দু’টি মোবাইল ফোন লুট করে। গত ১৬ নভেম্বর পৌর এলাকার বিজয়রামপুর গ্রামের মাসুদ রায়হান লিটন নামে এক ব্যবসায়ী বাড়ি যাওয়ার পথে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সামনে পৌছুলে মুখোশধারি দুই অস্ত্রধারি তার গতিরোধ করে। এসময় মুখোশধারিরা এ্যাপাচি মোটরসাইকেলে থেকে লিটনকে উদ্দেশ্যে করে ধারালো বেকি দিয়ে কোপ দিয়ে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায় লিটন বেকি ধরে ফেলে তাদের সাথে ধস্তাধস্তি করলে বেকি ফেলে পালিয়ে যায়। এসময় লিটন জখম হন। তাকে হাসপাতালে নেওয়া হলে শরীরের বিভিন্ন স্থানে কয়েকটি সেলাই দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে থানার ওসি (সার্বিক) শেখ মনিরুজ্জামান বলেন, ঘটনার পর থেকে ওই বাড়িতে পুলিশের বিভিন্ন শাখার উর্দ্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন