মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর উদ্যোগে অসহায় গরীব ও প্রতিবন্ধীদের বোরো ধান কেটে দেওয়ার কর্মসূচি পালন করতে শুরু করেছেন। ২৫ এপ্রিল শুক্রবার উপজেলার ১৬ নং নেহালপুর ইউনিয়নের ঝাউতলা দফাদার পাড়ার জাকির এর আড়পাতা বিলের ১ বিঘা জমির বোরো পাকা ধান কেটে দিয়ে কর্মসূচির সূচনা করেন। বাবু শ্যামপদ মন্ডল হঠাৎ প্রতিবন্ধী হয়ে যাওয়ায় তার পাকা ধান কাটা ও বেঁধে দেওয়ারও সহযোগিতা করেন অ্যাডভোকেট গাজী ইনামুল হক। এই দিন জামায়াত শিবিরের সহযোগিতায় অসহায় ও গরিব প্রতিবন্ধীদের আনুমানিক সাড়ে তিন বিঘা জমির পাকা ধান কেটে ও দেড় বিঘা বিঘা জমির ধান বেঁধে দেওয়া হয়। এছাড়াও তাদের স্বেচ্ছা শ্রমে এক অসহায় বিধবা নারীর ১০ কাঠা জমিরও ধান কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতের জেলা কর্ম পরিষদ সদস্য ও যশোর ৫ মনিরামপুর আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট গাজী ইনামুল হক। তিনি বলেন, বোরো মৌসুমে ব্যাপী এই কর্মসূচি চলতে থাকবে। উপকারভোগী শ্যাম বসু বলেন, আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছি আমার এই কাজ করার কেউ ছিলনা জামাত শিবিরের লোক এসে আমার এই কাজ করে দেওয়াই আমি খুব খুশি, আমি কখনোই তাদের উপকারের ঋণ পরিশোধ করতে পারবো না। তাদের জন্য আমি প্রার্থনা করি। ইউনিয়ন জামায়াতের সাথী হিসেবে যোগ দিয়েছেন তরুণ মন্ডল। তরুণ মন্ডল বলেন জামায়াত ইসলাম একটি স্বচ্ছ রাজনৈতিক দল, আমি একটু অসুস্থ হলেই আমার বাড়িতে কেউ না কেউ একজন দেখতে আসতো, ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওঃ আবু তালহা বলেন, বোরো ধান মাঠে থাকাকালীন পর্যন্ত অসহায়দের পাশে থাকবে জামায়াত শিবির। এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাহাবুবুর রহমান, ইউনিয়নের জামায়াত শিবিরের নেতা কর্মী ও সাথী বৃন্দরা।