হোম খুলনাযশোর মনিরামপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মনিরামপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কর্তৃক Editor
০ মন্তব্য 200 ভিউজ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের মনিরামপুরে সড়কের পাশ পথকে ৬০ বছর বয়সী অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে মনিরামপুর- খেদাপাড়া সড়কের চাঁদপুর মোড়ের পাশ থেকে মরদেহটি পুলিশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, দেড়মাস ধরে ওই ব্যক্তি চাঁদপুর এলাকায় ঘোরাঘুরি করতেন। পুলিশ ও এলাকবাসীর ধারনা তিনি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, প্রায় দেড় মাস আগে এই ব্যক্তি এখানে আসেন। তিনি হিন্দি ভাষায় কথা বলতেন। স্থানীয় লোকজন খাবার দিলে দু-এক গাল খেয়ে বাকিটা ফেলে রেখে চলে যেতেন। স্থানীয় মনিরুজ্জামান নামে একজন চায়ের দোকানি জানান, বুধবার ভোরে এলাকার কৃষকরা মাঠে কাজে যাওয়ার সময় তাকে সড়কের পাশে শুয়ে কাতরাতে দেখেন। সকাল সাতটার দিকে সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, মরদেহটি ময়না তদন্ত করতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এখনও পরিচয় পাওয়া সম্ভব হয়নি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন