মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন বুধবার (২এপ্রিল) সকালে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। এটি বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে এসে মিলিত হয়। এর আগে ইউনিয়নের চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু ও বিদ্যালয়ের দাতা সদস্য বৃন্দ এবং সাবেক সভাপতি বৃন্দসহ অতিথিরা জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন। পরে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান সহ অন্যান্য অতিথিবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী, ময়মনসিংহ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (লিভার বিভাগ) ডাঃ অরুণ জ্যোতি তরফদার, জীবন বীমা কর্পোরেশনের ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশন মিনিস্ট্রি অফ ফাইনান্স এর ইনচার্জ মোঃ শাহিনুর রহমান, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আক্তার ফারুক মিন্টু, বিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ নাজমুল হক ও বিদ্যালয়ের বর্তমান সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম । অনুষ্ঠান সঞ্চালনা করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিরি প্রাক্তন সহযোগী অধ্যাপক, বিশিষ্ট লেখক, কবি ও গীতিকার মোঃ মইনুল ইসলাম মঈন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচালক বিশিষ্ট লেখক ও গীতিকার সরদার লতিফ, মনোহরপুর কারিগরি ও বিজ্ঞান কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলী, বিশিষ্ট ব্যবসায়ী ইউনুস আলী মোল্যা, জেলা তথ্য অফিসার রোস্তম আলী, রাজউক এর সহকারী পরিচালক আজহারুল ইসলাম, আইপিডিসির কর্মকর্তা বিএম ওয়াহিদুজ্জামান, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মহিদুল ইসলাম, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ফারুক আহমেদ , ব্র্যাক ব্যাংকের ম্যানেজার আলতাফ হোসেন, শোভা গ্রæপ অফ ইন্ডাস্ট্রির ম্যানেজার আব্দুল হান্নান, মনোহরপুর কেবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার প্রমুখ। এ সময় বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় ১৯৭৫ সাল থেকে বর্তমান পর্যন্ত বিদ্যালয়ের অধ্যয়ন কারী সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, দাতা সদস্য ও শুভাকাঙ্খী বৃন্দ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার বিকালে উৎসবের সমাপনী দিনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকার সহকারী অধ্যাপক ডাক্তার উৎপল কুমার সরকার। দুই দিনব্যাপী অনুষ্ঠানে প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত থাকবে দেশের স্বনামধন্য সংগীত শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার রাত নয়টা থেকে রাত ১২ টা পর্যন্ত সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী হারমোনিয়ামের জাদুকর নকুল কুমার বিশ্বাস ও তার দলের অন্যান্য শিল্পী বৃন্দ। এছাড়া অত্র বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, চ্যানেল আই সেরা কন্ঠ প্রখ্যাত সংগীত শিল্পী খন্দকার ইমরান হোসেন ও জসিম পারভেজসহ বিভিন্ন শিল্পী বৃন্দ সংগীত পরিবেশন করবেন।