মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
মনিরামপুরের মনোহরপুর ইউনিয়নের খাকুন্দী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবকের নাম মোঃ বিল্লাল মোল্যা (২৮)। সে ওই গ্রামের জহুরুল মোল্যার পুত্র। রবিবার সকালে দুই পুত্রের জনক বিল্লাল নিজ বাড়িতে বিদ্যুৎ চালিত ধান মাড়াই করা মেশিনে কাজ করতে গিয়ে দূর্ঘটনার শিকার হন। প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিদ্যুৎ প্রবাহের তারে লিকেজ থাকার কারণে শক খেয়ে সে মৃত্যুবরণ করেছে।