রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর) :
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, গত ১৪ বছরে দেশে ব্যাপক উন্নয়ন ও পরিবর্তন হয়েছে। মানুষ আগামী নির্বাচনে সেদিকে বিশেষভাবে মনোযোগ দিবেন। কারন আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলেই দেশে এত উন্নয়ন সম্ভব হয়েছে।
জনগণ ২০১৪ এবং ২০১৮ সালে আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। তারা এটা করেছে শুধু এ কারণেই যে, আওয়ামীলীগ দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে। প্রতিমন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলায় মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এক বিশেষ কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কালীপদ মন্ডলের সভাপতিত্বে প্রতিমন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে।
কাজেই দেশ ও দেশের মানুষের ভাগ্য উন্নয়নে জন্য আওয়ামীলীগের একটা দায়িত্ব আছে। আমরা সেই দায়িত্ববোধ থেকেই উন্নয়ন ও দেশ চালিয়ে যাচ্ছি। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। এখন আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলবো। আমরা ই-গভার্নেন্স চালু করবো। স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট অর্থনীতি এবং স্বাস্থ্য-শিক্ষা প্রতিটি ক্ষেত্রেই আমরা ডিজিটাল ডিভাইস ব্যবহার নিশ্চিত করবো।
এটা করা সম্ভব হয়েছে এ কারনেই যে দেশে জনপ্রতিনিধিত্বশীল সরকার ক্ষমতায় আছে। বাংলাদেশের উন্নয়ন শুধু আর্থ-সামাজিক উন্নয়নই নয়, প্রাকৃতিক পরিবেশ রক্ষায়ও আওয়ামীলীগ কাজ করে যাচ্ছে। প্রত্যেকটা নাগরিকের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি তাদের মৌলিক চাহিদাগুলো যাতে পূরণ হয়, তার নিশ্চয়তা রেখেই সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করে তা সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনে যাতে একটা স্বাচ্ছন্দ বোধ আসে তার ব্যবস্থাও করে যাচ্ছে।
কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌরমেয়র কাজী মাহমুদুল হাসান, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের নেতা অ্যাডভোকেট বশির আহম্মেদ খান, উপজেলা যুবলীগের আহবায়ক ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, জেলা পরিষদের সদস্য তাসরিন সুলতানা শোভা, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য্য, সুবোধ কুমার সরকার, মুজিবুর রহমান, রুহুল আমিন, কামরুজ্জামান কামরুল, ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়, যুবলীগ নেতা জাহিদ হাসান, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, মহিতোষ বিশ্বাস প্রমুখ।