হোম খুলনাযশোর মনিরামপুরের পল্লীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মনিরামপুরের পল্লীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

কর্তৃক Editor
০ মন্তব্য 86 ভিউজ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:

মনিরামপুরের পল্লীতে প্রশান্ত পাল (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। বুধবার সকালে উপজেলার ছিলুমপুর বাজারের পাশের একটি মেহগনি বাগান থেকে থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, ওই বাগানের মেহেগনি গাছের সাথে রশি জড়িয়ে প্রশান্ত আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রশান্ত পাল উপজেলার ফেদাইপুর পাল পাড়ার অন্ন কুমার পালের ছেলে। মনিরামপুর বাজারে থানার পাশে তার দোকান রয়েছে। স্থানীয় ফেদাইপুর গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম বলেন, গত মঙ্গলবার রাত ৮টার দিকে মনিরামপুর বাজারের দোকান বন্ধ করে বাড়ির পাশে স্থানীয় ছিলুমপুর বাজারে আসেন প্রশান্ত। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। এদিকে বাড়ির লোকজন তাকে না পেয়ে রাতে অনেক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান মেলেনি। বুধবার সকালে স্থানীয় লোকজন মাঠে যাওয়ার সময় ছিলুমপুর বাজারের পাশে মিন্টুর বাগানে প্রশান্তকে গাছের সাথে ঝুলতে দেখে পুলিশে খবর দেন। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, কয়েকদিন আগে আত্মহত্যার উদ্দেশে সে বিষ পান করেছিল। আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন