হোম খুলনাযশোর মনিরামপুরের নেহালপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে দায়িত্ব থেকে অব্যহতি

মনিরামপুরের নেহালপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে দায়িত্ব থেকে অব্যহতি

কর্তৃক Editor
০ মন্তব্য 3 ভিউজ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
মনিরামপুরের নেহালপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।সোমবার সন্ধ্যায় মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নেহালপুর স্কুল কলেজের সভাপতি নিশাত তামান্নার সভাপতিত্বে তাকে এ অব্যহতি প্রদান করা হয়।

সূত্রে জানা যায়, অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য্যরে বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে লাগাতর প্রতিষ্ঠানে অনুপস্থিতির কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসির দাবির প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় কলেজে গভর্নিং বডির জরুরি সভা ডাকা হয়। সভায় কলেজ ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য্যকে অব্যাহতি দিয়ে সহকারী অধ্যাপক লিয়াকত আলীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সদস্যসহ স্থানীয় সূধীজন। বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ লিয়াকত আলী।অপসারিত অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য্যকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্ন বলেন, ‘প্রতিষ্ঠানে অধক্ষের লাগাতর অনুপস্থিতির কারণে একাডেমিক কার্যক্রম ব্যহত হচ্ছে। এ কারণে অন্য একজন শিক্ষককে ভারপ্রাপ্ত করে দায়িত্ব দেয়া হয়েছে এবং অধক্ষকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হবে। সন্তোষজনক জবাব দিলে পুনরায় তাকে বহাল করা হবে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন