মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
মনিরামপুরের নেহালপুর-কালিবাড়ি বাজারে ব্যবসায়ীকে মারপিটের ঘটনায় মনিরামপুর থানায় অভিযোগ করেছে ভ‚ক্তভোগী। গত ২৬ এপ্রিল বালিধা গ্রামের মোঃ মুক্তার হোসেনের ছেলে মোঃ আবু তাহের মনিরামপুর থানার অফিসার ইনচার্জ বরাবর একই গ্রামের নাঈম হোসেন গল্প (২৮), মেহেদী হাসান (২৫), মোঃ লিহাজ খন্দকার (২৫), মোঃ রাফিন রাহাত (২২), এবং নেহালপুর গ্রামের মোহাম্মদ তাসিন হোসেন (২৫), এর বিরুদ্ধে ওই অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল সকালে আবু তাহেরের কালিবাড়ি বাজারের কম্পিউটারের দোকানে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে ওই অভিযুক্তগণ। চাঁদা দিতে অস্বীকার করায় অকথ্য ভাষায় গালিগালাজ করে ও দেখে নেয়ার হুমকি দিয়ে তারা দোকান থেকে বেরিয়ে যায়। কিন্তু ওইদিন বিকালে বাজারে যাওয়ার জন্য তাহের তার স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হলে বালিধা গ্রামের টিটো ডাক্তারের দোকানের সামনে মোটরসাইকেল থামিয়ে ওই সন্ত্রাসীরা লোহার রড দিয়ে আঘাত করলে তার নাকের হাড় ভেঙে যায় এবং চোখে গুরুতর আঘাত লাগে। এ সময় আসামীরা ২ লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন, নগদ ৫৫ হাজার টাকা ও ৩ হাজার টাকা মূল্যের হাত ঘড়ি জোরপূর্বক ছিনিয়ে নেয়। গুরুতর জখম অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় তাহেরকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোববার ঘটনার ব্যাপারে মোঃ আবু তাহের বলেন, ওই সন্ত্রাসীরা আমাকে হত্যা করে আমার লাশ গুম করার হুমকি দিচ্ছে। আমি ও আমার পরিবার বর্তমানে মারাত্মক নিরাপত্তাহীনতায় রয়েছি। সে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানিয়েছে।