হোম খুলনাযশোর মনিরামপুরের নেহালপুর ইউনিয়ন ভূমি অফিসে দুদকের অভিযান

মনিরামপুরের নেহালপুর ইউনিয়ন ভূমি অফিসে দুদকের অভিযান

কর্তৃক Editor
০ মন্তব্য 125 ভিউজ

মনিরামপুর প্রতিনিধি:

দুর্নীতি ও গ্রাহক হয়রানির অভিযোগে যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন ভূমি অফিসে বুধবার (২১ মে) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। দুদকের অভিযানে সংশ্লিষ্ট ভূমি অফিসের সহকারী তহশিলদার বিষ্ণুপদ মল্লিকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোর এর সহকারী পরিচালক আল-আমিন অভিযান শেষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান। তিনি জানান, সম্প্রতি নেহালপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার বিষ্ণুপদ মল্লিক ওই অফিসে আউট সোর্সিংয়ের কাজে নিয়জিত কম্পিউটার অপারেটর বাদশা মোল্যা, চয়ন কুমার পাল, শুভংকর কর, রিপন কুমার কুন্ডু ও অফিস সহায়ক আশিকুল ইসলামের সহায়তায় জমির নামজারি কাজে ও কাগজপত্র দেখিয়ে দেওয়ার ক্ষেত্রে এবং খাজনা আদায়ের ক্ষেত্রে গ্রাহক সেবার নামে অতিরিক্ত টাকা আদায় ও গ্রাহকদের নানাভাবে হয়রানি করাসহ দুর্নীতির একটি অভিযোগ দুদক প্রধান কার্যালয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে করা হয়। দুদক প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক দুদক সজেকা যশোর কার্যালয়ের পক্ষ থেকে আজ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে গ্রাহক সেবার নামে জমির নামজারি করার কাজে অতিরিক্ত টাকা আদায় ও নাগরিকরা সেবা নিতে এসে নানাভাবে হয়রানির শিকার হয়ে থাকেন এমন অভিযোগের সতত্য তদন্তে আমরা পেয়েছি। এ সংক্রান্ত একটি প্রতিবেদন আমরা দুদক প্রধান কার্যালয়ে প্রেরণ করবো সেই আলোকে দুদক প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। অভিযানকালে আরও উপস্থিত ছিলেন দুদক যশোর অফিসের উপ-সহকারী পরিচালক কৃষ্ণপদ বিশ্বাস ও তাওহিদুল ইসলাম। নেহালপুর গ্রামের বাসিন্দা শরীফ মোল্যা ও আব্দুল খালেক গাজী দুদকের তদন্ত চলাকালীন সময়ে দুদক প্রতিনিধি দলের সামনে উপস্থিত হয়ে নেহালপুর ভূমি কর্মকর্তা বিষ্ণুপদ মল্লিকের বিরুদ্ধে দুর্নীতি ও গ্রাহক হয়রানির অভিযোগ তুলে ধরেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন