রিপন হোসেন সাজু:
মনিরামপুরের নেহালপুরে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিমূলক র্যালী ও কমিউিনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আয়োজনে রবিবার ১৬ নং নেহালপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় গ্রাম আদালত থেকে একজন ভ‚ক্তভোগী কিভাবে ও কী ধরণের সেবা পেতে পারে সেটি বিশদ আলোচনা করা হয়। পরে এ সংক্রান্ত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রোকেয়া খাতুনের সঞ্চালনে উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জি এম খলিলুর রহমান, বিএনপি নেতা জি এম নাজমুল হুদা, রফিকুল মোড়ল, ইউনিয়ন পরিষদ সচিব মিজানুর রহমান, ইউপি সদস্য শাহিদুল ইসলাম, সোহরাব হোসেন, শওকত আলী সরদার, আলেয়া বেগম সহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ।