মনিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মনিরামপুর উপজেলার চিনাটোলা বাজারে মেসার্স অধিকার জুয়েলারি দোকানে ব্যবহৃত স্বর্ণের ওজন পরিমাপক যন্ত্রের বিএসটিআইের বৈধ ভেরিফিকেশন সনদ না থাকার অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরের উপজেলার চিনাটোলা বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই যশোর জেলার আঞ্চলিক অফিসের পরিদর্শক রাকিব ইসলাম ও ভুমি অফিসের বেঞ্চ সহকারি আব্দুল গফ্ফার। জানা গেছে, বিএসটিআইের পরিদর্শকের কাছে অভিযোগ অধিকারী জুয়েলারি দোকানে ব্যবহৃত স্বর্ণের ওজন পরিমাপক যন্ত্রের জন্য বিএসটিআই কর্তৃক বৈধ ভেরিফিকেশন সনদ নেই। এমনকি ওজন ও পরিমাপ ভিত্তিতে মেসার্স অধিকারী জুয়েলার্সে অভিযান চালান। এ সময় ভ্রাম্যমান আদালত অভিযোগের সত্যতা পাওয়ার দোকানের স্বত্বাধিকারী বিষ্ণু অধিকারী কে ভ্রাম্যমান আদালতের বিচারক ওজন ও মানদন্ড আইনে দুই হাজার জরিমানা করাসহ সঠিক সনদপত্র তৈরি করতে সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের সহযোগিতা করেন মনিরামপুর থানার পুলিশ সদস্যরা। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
