হোম অন্যান্যসারাদেশ মনিরামপুরের কুলটিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যানের ইন্তেকাল

মনিরামপুরের কুলটিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যানের ইন্তেকাল

কর্তৃক Editor
০ মন্তব্য 164 ভিউজ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :

মনিরামপুর উপজেলার ১৫নং কুলটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য লক্ষণ চন্দ্র ধর বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ইহলোক ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি মৃত্যুর সময় স্ত্রী, এক কন্যা ও এক পুত্র’সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সাবেক এ চেয়ারম্যান প্রথম পর্যায়ে ব্রেইন টিউমারে আক্রান্ত হন এবং পরবর্তীতে স্ট্রোকের পর প্যারালাইসিস রোগে ভুগছিলেন। অবশেষে বুধবার সন্ধ্যায় নিজ বাসভবন উপজেলার মহিষদিয়া গ্রামে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার দুপুরে হেলারঘাট মহা-শ্মাশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, লক্ষণ চন্দ্র ধরের একমাত্র জামাই, মনিরামপুর প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য এবং লখাইডাংগা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উৎপল বিশ্বাস।

সাবেক এ চেয়ারম্যানের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি জানিয়েছেন, যশোর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মুছা, মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এড. শহীদ ইকবাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান মফিজ, সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ লিটন, সহসভাপতি জি, এম ফারুক আলম ও সম্পাদক মোতাহার হোসেন’সহ কর্মরত সকল সাংবাদিকরা।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন