রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর):
মনিরামপুরের কুলটিয়া ইউনিয়নে দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার কুলটিয়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর সহযোগিতায় কুলটিয়া ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি আয়োজিত ইউনিয়ন পর্যায়ে দূর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলি-২০১৯, দূর্যোগ পূর্বপ্রস্তুতি পরিকল্পনা এবং ঝুঁকি হ্রাস পরিকল্পনা বিষয়ক ওই কর্মশালায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান শেখর চন্দ্র রায়।
কর্মশালায় উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশ এর যশোর জেলা প্রকল্প ব্যবস্থাপক মোঃ মানির হোসেন, সহকারী প্রকল্প কর্মকর্তা তাজিন ইসলাম, সমন্বয়কারী মোঃ আনোয়ারুল ইসলাম। এছাড়া কুলটিয়া ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ওয়ার্ড কমিটির সকল সদস্যবৃন্দ ওই কর্মশালায় উপস্থিত ছিলেন।