হোম খুলনাযশোর মনিরামপুরের অধ্যক্ষের বিরুদ্ধে গোঁপনে প্রতিষ্ঠানের গভার্নিং বডি ও শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার অভিযোগ

মনিরামপুরের অধ্যক্ষের বিরুদ্ধে গোঁপনে প্রতিষ্ঠানের গভার্নিং বডি ও শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার অভিযোগ

কর্তৃক Editor
০ মন্তব্য 45 ভিউজ
মনিরামপুর (যশোর)প্রতিনিধি:
যশোরের মনিরামপুর উপজেলার গোবিন্দপুর-তেঘরী আদর্শ মহিলা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাইয়ের বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে গোঁপনে প্রতিষ্ঠানের গভার্ণিং বডি ও ৩ জন শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদ ও অভিভাবক আব্দুল হালিম ব্যবস্থা গ্রহনের প্রতিকার চেয়ে দুটি অভিযোগ করেছেন। এ ঘটনা এলাকায় জানাজানি হওয়ার পর তোলপাড় ও উত্তেজনা বিরাজ করছে। অভিযোগে জানা গেছে, উপজেলার খানপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই মহিলা আলিম মাদ্রাসাটি অবস্থিত। প্রতিষ্ঠানের নিয়মিত গভার্নিং বডির কমিটি গঠনের সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাই গোপনে তার পছন্দের ব্যক্তিকে সভাপতি বানিয়েছেন। এমনকি ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর শুন্য ও সৃষ্টপদে নামহস্তে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে গোপনীয় করেছেন। যার কারনে এলাকার চাকুরী প্রত্যাশী আবেদনকারীরা কোন পত্রিকা খুজে পাচ্ছে না। এছাড়া নিয়োগ বিজ্ঞপ্তি কোন পত্রিকায় প্রকাশের বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিকট আবেদনকারীরা জানতে চাইলে তিনি পত্রিকার নাম জানেনা বলে দাবী করেছেন। এমনকি আবেদনকারীদের জানাতে আগ্রহও দেখাননি। যার কারনে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে আবেদনকারী দুজন প্রার্থীর পিতা ইউএনও ও মাধ্যমিক শিক্ষা অফিসারের বরাবর বিজ্ঞপ্তি প্রকাশের পত্রিকার নাম তারিখসহ সকলের জানার জন্য পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য আবেদন করেছেন। অভিযোগকারী হারুন অর রশিদ ও আব্দুল হালিম সাংবাদিকদের আরও জানান, চলতি মাসের ১লা সেপ্টেম্বর নিয়মিত কমিটির অনুমোদন দিয়েছেন মাদ্রাসা শিক্ষা বোর্ড। ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলছে ৩ সেপ্টম্বর গভার্নিং বডির প্রথম মিটিং হয়, অথচ ওই মিটিং সর্ম্পকে প্রতিষ্ঠানের কোন শিক্ষক ও সদস্য জানেন না। আবার বলছে ৫ সেপ্টেম্বর পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অথচ আমরা কোন পত্রিকা খুজে পাচ্ছি না। এ অভিযোগের বিষয় জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাই বলেন, যেহেতু সকল নিয়োগ প্রক্রিয়া এনটিআরসি মাধ্যমে চলে যাচ্ছে বলে দ্রæত করা হয়েছে। তবে কোন গোপন বা অনিয়ম করা হয়নি। প্রতিষ্ঠানের সভাপতি হোসাইন আহমেদ বলেন, সব কিছু নিয়মতান্ত্রিক ভাবে হয়েছে। কোন আবেদনকারী যদি পত্রিকা খুঁজে না পাই, তাহলে তার বাড়ি গিয়ে কি পত্রিকা দিয়ে আসবো। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশিদ বলেন, অভিযুক্ত ওই শিক্ষককে কারন দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না বলেন, অভিযোগটি এখনও হাতে পাইনি, তবে বিষয়টি শুনেছি। অভিযোগ হাতে পেলে এ ব্যাপারে দ্রæত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন