মোঃ মিজানুর রহমান জুয়েল, মনপুরা (ভোলা) :
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই শেখ রাসেলের ৫৮তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের আজকের দিনে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড থেকে সেদিনের অবুঝ শিশু রাসেলও রেহাই পাননি। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা সেদিন বঙ্গবন্ধুর উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। শিশু রাসেল ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন, ঘাতকগন শেখ রাসেলকেও রেহাই দেয়নি।
মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী- এ বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসাবে পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য-‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস।’
মনপুরা উপজেলা প্রশাসন কর্তৃক পালন করা হয়, শেখ রাসেলের ৫৮তম জন্মদিন, দিনের শুরুতেই শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দেন, উপজেলা প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিগন, উপস্থিত ছিলেন সাংবাদিকগন ও স্কুল কলেজ শিক্ষকগন।
তারপর কেক কাটার মধ্যদিয়ে শুরু করেন দিনের কর্মসূচি, মাধ্যমিক পযার্য়ে রচনা ও বক্তব্য প্রতিযোগিতা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসে আলোচনা হয় শহীদ শেখ রাসেলে জীবনী নিয়ে। সংক্ষিপ্ত ভাবে বক্তব্য দেন,অফিসার ইনচার্জ সাইদ আহাম্মেদ, মিসেস সেলিনা আক্তার চৌধুরী চেয়ারম্যান উপজেলা পরিষদ ও সভাপতি মনপুরা উপজেলা আ’লীগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিসেস সেলিনা আক্তার চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনর্চাজ মেঃ সাইদ আহম্মেদ, মানোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মহিউদ্দীন, প্রেসক্লাব সভাপতি ও হাজির হাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, প্রকল্প কর্মকর্তা ইলিয়াস মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহাতাব উদ্দীন অপু ভূঁইয়া, এই সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন এবং প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের শিক্ষকগন এবং মাধ্যমিক পযার্য়ে ছাত্র ছাত্রীগন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামিম মিঞা।