মনপুরা ভোলা প্রতিনিধি :
ভোলার মনপুরায় পালিত হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক শেখ মজিবুর রহমানের ১০১ তম জন্মশতবার্ষিকী।
দিনের শুরুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি সেলিনা আক্তার চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা শামিম মিঞা উপজেলা শহীদ মিনারে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন।
সংক্ষিপ্ত আকারে শুরু হয় শিল্পকলা একাডেমী পক্ষ থেকে বঙ্গবন্ধুর উপর আধুনিক গানের সকাল।
উপজেলা আ’লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান সেলিনা চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা শামিম মিঞা পায়রা উড়িয়ে কর্মসূচী ঘোষনা করেন।
এই সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনপুরা থানা অফিসার ইনচার্জ শাখাওয়াত হোসেন, পল্লী উন্নায়ন কর্মকর্তা (বিআরডিবি) মাহাতাব উদ্দীন ভূঁইয়া অপু, মৎস্য কর্মকর্তা গফুর মিয়া,বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মাতাব্বর, মাধ্যমিক শিক্ষা অফিসার টিপু সুলতান, জহিরুল ইসলাম ম্যানেজার সোনালি ব্যাংক।প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান।
s