মনপুরা (ভোলা) প্রতিনিধি :
ভোলার মনপুরা উপজেলায় জাটকা সংরক্ষক দিবস পালন করেন মনপুরা “ইলিশ সম্পদ উন্নয়ন উপজেলা টাস্কফোর্স কমিটি”। ৪ঠা এপ্রিল রোজ রবিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার শামিম মিঞার নেত্বিতে জাটকা সংরক্ষণ দিবসের রেলী উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা শহীদ মিনারে এসে শেষ হয়। ৪ঠা এপ্রিল থেকে ১০ই এপ্রিল পযার্ন্ত চলবে জাটকা সংরক্ষণ সপ্তাহ।
এবারের জাটকা সংরক্ষণের প্রতিপাদ্য স্লোগান ছিল মুজিব বর্ষে শপদ নিবো জাটকা নয় ইলিশ খাবো। এই সময় আরো উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা গফফুর মিয়া, কোষ্টগার্ড কমান্ডার শাহাদাত হোসেন, মনপুরা সরকারী ডিগ্রী কলেজ বাংলা প্রভাষক হুমায়ুন কবির ও মৎস্য জীবিলীগ সভাপতি নাছির মাহাজন।