হোম অন্যান্যসারাদেশ মনপুরা গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্ধোবধন

মনপুরা গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্ধোবধন

কর্তৃক Editor
০ মন্তব্য 126 ভিউজ

মনপুরা ভোলা প্রতিনিধি :

মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে দূরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে মনপুরা গোল্ডকাপ  ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
১৬ই ডিসেম্বর ২০২০ বুধবার বিকাল ৩.০০টায় শান্তির প্রতিক ফায়ড়া উড়িয়ে ও জাতীয় এবং প্রত্যক দলের দলীয় পাতাকা উত্তোলনের মধ্যদিয়ে টুনার্মেন্টের আনুষ্ঠানিকতা শুরু করেন।

মনপুরা উপজেলা আওয়ামীলীগের সদস্য, এরফান উল্ল্যাহ অনি চৌধুরীর পৃষ্ঠপোষকতায় ডাক বাংলো মোড় উপজেলা ছাত্রলীগ নেতা আওলাদ মাতাব্বর ও ইউনিয়ন যুবলীগের সদস্য মিজান এর নেত্বিতে পরিচালিত হয় মনপুরা গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট।

মনপুরা গোল্ডকাপ ক্রিকেট টুনার্মেন্টে মোট ২০টি দল অংশগ্রহণ করেন, প্রথম দিন হাজির হাট একাদশ বনাম বাংলা বাজার একাদশ মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে, প্রতিদিন ২০ওভার করে খেলা পরিচালিত হবে।
উপজেলা সদর হাজির হাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে,ছাত্রলীগ সভাপ্রতি সামছুদ্দীন সাগরের সঞ্চলনায়, প্রধান অথিতি  উপজেলা আ’লীগের সভাপ্রতি ও পরিষদের চেয়ারম্যান মিসেস সেলিনা আক্তার চৌধুরী, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ শামিম মিয়া উক্ত টুর্নামেন্ট এর উদ্ধোবধন করেন।

এই সময় আরো উপস্থিত ছিলেন,মনপুরা থানা তদন্ত কর্মকর্তা, মনপুরা উপজেলা  মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাসেম মাতাব্বর, হাজির হাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক আলমগীর হোসেন,মোঃ হেলাল উদ্দীন সহকারী প্রধানশিক্ষক মনপুরা মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা শ্রমিকলীগের সভাপ্রতি আবুয়াল হোসেন। প্রত্যকে দলের টিম ম্যানেজার ও দলীয় অধিনায়ক এই সময় উপস্থিত থেকে নিজ দলের পাতাকা উত্তোলন করেন।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন