হোম অন্যান্যসারাদেশ মনপুরা কোষ্টগার্ড কমান্ডার এরফান এর নেতিত্বে ৬০ হাজার ইলিশ  জাল জব্দ।

মনপুরা কোষ্টগার্ড কমান্ডার এরফান এর নেতিত্বে ৬০ হাজার ইলিশ  জাল জব্দ।

কর্তৃক Editor
০ মন্তব্য 75 ভিউজ
মনপুরা (ভোলা) প্রতিনিধি :
ভোলা মনপুরা কোষ্টগার্ডের সারাদিন অভিযানে মেঘনার বিভিন্ন পয়েন্ট থেকে প্রায় ৬০হাজার  ইলিশ জাল ও নৌকা জব্দ করেন।
মা ইলিশ রক্তায় সরকারের নির্দেশনায় জেলা প্রশাসক এর তৎপরতায় নির্বাহী ম্যাজিষ্টেট সাইফুল ইসলাম উপস্থিতে মেঘনা নদীতে সারা দিন অভিযানের নেতিত্বে ছিলেন ভোলার মনপুরা কোষ্টগার্ড কমান্ডার ইরফান হক শাওন।
আজ বুধবার ২১.১০.২০২০  সন্ধ্যা৭টায়  জব্দকৃত জালগুলো মেঘনার সোনার চর, চর সামচুদ্দীন, মহিষের চর ও পাতার চর এলাকা থেকে জব্দ করা হয়। জব্দকৃত জাল গুলো উপজেলা নাইবের হাট মেঘনা নদীর পাড়ে পুড়াননো হয় এবং জব্দকৃত নৌকাটি মৎস্য জীবি লীগের সভাপতি নাছির মাহজনের জিম্মায় রাখেন।
এই সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্টেট সাইফুল ইসলাম,মনপুরা কোষ্টগার্ড কমান্ডার ইরফান হক শাওন,মৎস্য কর্মকর্তা,মৎস্যজীবি লীগের সভাপতি নাছির মহাজন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন