হোম অন্যান্যসারাদেশ মনপুনা কারিতাস মুক্তি-৩ প্রকল্পের প্রকল্প সমাপনী ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মনপুরা (ভোলা) প্রতিনিধি:

ভোলার মনপুরা উপজেলা কারিতাসের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প সমাপনী সভা ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় ।

সোমবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী উপজেলা দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন হলরুমে এ সভা আয়োজন করনে কারিতাস বাংলাদেশ বরিশাল অঞ্চল । সমাপনী সভা ও ভবিষ্যৎ পরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল ।

প্রকল্প সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেন, কারিতাসের এমএন্ডইও মুক্তি-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা জহিরুল ইসলাম ।
সমাপনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কমিউনিকেশন মিড়িয়া স্পেশালিষ্ট সৈয়দ আশরাফ উল ইসলাম ।

মুক্তি -৩ প্রকল্প জুনিয়র প্রোগ্রাম অফিসার শ্রী অশোক কুমার রায়ের সঞ্চালনায় সভা বক্ত্যব রাখেন মনপুরা উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবদুর রহমান রাসেদ মোল্লা ,প্রোগ্রাম ম্যানেজার ডিআরআরএন্ডআর, সিআরএস মো. নাছির উদ্দীন, নলেজ ম্যানেজমেন্ট অফিসার সিআরএস মো. কামরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,কারিতাস বাংলাদেশ প্রধান কার্যালয় ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম অফিসার মি. উজ্জ্বল এক্কা, বরিশাল অঞ্চল প্রোগ্রাম অফিসার ডিজাস্টার ম্যানেজমেন্ট মি. সম্রাট সেরাও , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফজলুল হক প্রমূখ ।

সভায় কারিতাস কর্তৃক পরিচালিত কার্যক্রম উপস্থাপন, সাফল্য, প্রতিবন্ধকতা এবং প্রাপ্যতা থাকা সত্ত্বেও যেসকল সদস্য সাহায্যের আওতায় আসে নাই তাদেরকে ইউনিয়ন পরিষদ, কৃষি অফিস, সমাজসেবা অফিস, স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রয়োজনীয় সেবা প্রদানের সুপারিশ করা হয় এবং প্রকল্পের সমাপনী সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

উল্লেখ্য কারিতাস মুক্তি-৩ প্রকল্প দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৪ বছর পর্যন্ত সফলভাবে কার্যক্রম সম্পন্ন করেছেন প্রকল্পটি ৩০শে ডিসেম্বরে শেষ হবে । প্রকল্প অর্জন শিক্ষনীয় দিক ক্লাষ্টার এবং ইউনিয়ন পর্যায়ে পরবর্তী পরিকল্পনা সহযোগিতা প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে। সিআর ও প্রশিক্ষণ প্রাপ্তদের নামের তালিকা সম্বলিত প্রকাশনা বিতরণ করা হয়েছে।।

সভায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারী দাপ্তরিক প্রধানগন, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন