হোম অন্যান্যসারাদেশ মধ্যরাতে পাওয়া গেল কলা পাকায় মোড়ানো শিশু

কিশোরগঞ্জ প্রতিনিধি :

মধ্যরাতে রাস্তার পাশে কলা পাতায় মোড়ানো জীবিত এক শিশু পাওয়া গেল। রাতেন অন্ধকারে শিশুর আর্ত চিৎকারে পথচারী এগিয়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

রবিবার দিবাগত রাত ১২ টার দিকে কিশোরগঞ্জ সদর উপ‌জেলার মাইজখাপন ইউনিয়‌নের বড়খাপন এলাকায় এ নবজাতকটি উদ্ধার করা হয়।

পরে
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের সহ‌যো‌গিতায় নবজাতকটিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। ‌শিশু‌টি‌কে ওই হাসপাতা‌লের নবজাতক ওযা‌র্ডের ইন‌টেন‌সিভ কেয়ার ইউনিটে রেখে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে। হাসপাতা‌লের নার্সদের পাশাপাশি বড়খাপন গ্রা‌মের নিঃসন্তান এক নারী তার তদারকি কর‌ছেন বলেও জানা যায়।

হাসপাতাল সূত্র জানা যায়, পিঁপড়ের কাম‌ড়ে শিশুটি কিছুটা আহত হ‌য়েছে। এ ছাড়া শিশুটির বাম পা‌য়ে সামান্য আঘা‌তের চিহ্ন রয়েছে।

কি‌শোরগঞ্জ থানার ওসি আবুবকর সি‌দ্দিক সাংবাদিকদের জানান, পু‌লিশ ও প্রশাস‌নের তত্ত্বাবধা‌নে শিশু‌টি‌কে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে। সমাজ‌সেবা বিভা‌গের সা‌থে কথা বলে শিশু‌টিকে পুনর্বাসনের বিষ‌য়ে সিদ্ধান্ত নিবে প্রশাসন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন