হোম জাতীয় মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন: শাপলা চত্বরের মহাসমাবেশ সফল করতে আওয়ামী লীগের ৫ টিম

জাতীয় ডেস্ক:

চলতি অক্টোবর মাসের ২৩ তারিখ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধন। এ উপলক্ষে রাজধানী ঢাকার মতিঝিল শাপলা চত্বরে ঢাকা বিভাগীয় মহাসমাবেশ করবে বাংলাদেশ আওয়ামী লীগ। এ মহাসমাবশে সফল করতে ৫টি কেন্দ্রীয় সাংগঠনিক টিম গঠন করা হয়েছে।

সোমবার (২ অক্টোবর) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব টিম মহাসমাবেশ সফল করার জন্য বিভিন্ন জেলায় সাংগঠনিক সফরে যাবে।

কোন টিম কোন এলাকায় সফরে যাবে:

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টিম-১ টাঙ্গাইল, মানিকগঞ্জ ও কিশোরগঞ্জ জেলা সফর করবে। এ টিমের অন্য সদস্যরা হলেন: আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. নজিবুল্লাহ হিরু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেগম শামসুন নাহার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাড. তারানা হালিম।

টিম-২ এর নেতৃত্ব দেবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান। এ টিমের অন্য সদস্যরা হলেন: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সিমিন হোসেন রিমি, আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন এবং সাহাবুদ্দিন ফরাজি। এ টিম গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলা সফর করবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের নেতৃত্বে টিম-৩ ঢাকা, মুন্সিগঞ্জ ও রাজবাড়ি সফর করবে। এ টিমের অন্য সদস্যরা হলেন: সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মৃণাল কান্তি দাস এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাড. সানজিদা খানম।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির নেতৃত্বে টিম-৪ নরসিংদী, গাজীপুর জেলা ও গাজীপুর মহানগর সফর করবে। এ টিমের অন্য সদস্যরা হলেন: আওয়ামী লীগের শিল্প ‍ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত এবং ইকবাল হোসেন অপু।

আর আওয়ামী লাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের নেতৃত্বে টিম-৫ ফরিদপুর, নারায়ণগঞ্জ জেলা ও নারায়ণগঞ্জ মহানগর এলাকা সফর করবে। এ টিমের অন্য সদস্যরা হলেন: প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাঈদ খোকন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন