মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
মণিরামপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের প্রয়াত স্বজনদের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে মণিরামপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারন সম্পাদক শিক্ষক মোতাহার হোসেনের সঞ্চালনায় সভাপতি ফারুক আহম্মেদ লিটনের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দীন খান আজম।
প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মরহুম অধ্যাপক এম,এ রাজ্জাক, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীনের সদ্য প্রয়াত পিতা মরহুম রওশন আলী সরদার, প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক নূরুল হকের মরহুম শ্বশুর, সাংবাদিক অধ্যাপক এম. আলাউদ্দীনের মরহুম ভ্রাতা ইকবাল হোসেন, অধ্যাপক বাবুল আকতারের মরহুম পিতা মাষ্টার কেরামত আলী, ডাঃ এস. রহমানের মরহুম ভ্রাতা, অধ্যাপক হোসাইন নজরুল ইসলামের মরহুম শ্বশুরসহ কর্মরত সাংবাদিকদের প্রয়াত স্বজনদের আত্নার মাগফিরাত কামনা এবং অসুস্থ্য সাংবাদিক ও তাদের অসুস্থ্য পরিবারবর্গের সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন, প্রেসক্লাবের সহ- সভাপতি জি.এম ফারুক আলম, প্রভাষক নূরুল হক, সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, আব্দুল মতিন, যুগ্ম সম্পাদক হারুন-অর রশিদ সেলিম, আসাদুজ্জামান রয়েল, সাংগাঠনিক সম্পাদক এস.এম সিদ্দিক, দপ্তর সম্পাদক শিক্ষক অশোক কুমার বিশ্বাস, অর্থ সম্পাদক ডাঃ মিজানুর রহমান, আইসিটি সম্পাদক শফিয়ার রহমান,ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক আবু বক্কার, নির্বাহী সদস্য অধ্যাপক হোসাইন নজরুল হক, মনোয়ার হোসেন, গীতা রানী কুন্ডু, সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক প্রচার সম্পাদক হারুন-অর রশিদ হারুন, সাংবাদিক অধ্যাপক বাবুল আকতার, অধ্যাপক এম. আলাউদ্দীন, শিক্ষক ইলিয়াস হোসেন, প্রভাষক সঞ্জয় কুমার দে, উজ্জ্বল রায়, শিক্ষক জয়নুল আবেদিন,ডাঃ এস রহমান, রাহাত আনোয়ার,শিক্ষক মাসুম বিল্লাহ, আলমগীর হোসেন প্রমুখ।