মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
মণিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরন করা হয়েছে। বুধবার সকালে পৌর শহরের বিভিন্ন অলিগলিতে পায়ে হেঁটে এ প্রচারণা চালানো হয়।
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলা করেতে এবং সাধারন জনগণকে স্বাস্থ্য বিধি মেনে চলাচলের জন্য এ উদ্যোগ গ্রহন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ কুমার দেবনাথ।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার বসু, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রকাশ চন্দ্র ও পেসকার ফাহিম আল মবিন’সহ উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
s
