হোম অন্যান্যসারাদেশ মণিরামপুর পৌরসভাসহ ৯টি ইউপি তাঁতীলীগের কমিটি গঠন

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

মণিরামপুর পৌরসভাসহ ৯টি ইউনিয়নে তাঁতী লীগের কমিটি গঠন করা হয়েছে। উপজেলা তাঁতীলীগের সভাপতি মাষ্টার মনিরুজ্জামান এবং সাধারন সম্পাদক প্রভাষক হাবিবুর রহমানের যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গঠনকৃত কমিটিগুলো হলো মণিরামপুর পৌরসভা, ঝাঁপা, নেহালপুর, মনোহরপুর, ভোজগাতি, ঢাকুরিয়া, মশ্বিমনগর, চালুয়াহাটি এবং শ্যামকুড় ইউনিয়ন।

মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ তাঁতীলীগের কেন্দ্রীয় শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক মোহাম্মাদ বাবুল আকতার। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাষ্টার মনিারুজ্জামান। সাধারন সম্পাদক প্রভাষক হাবিবুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা তাঁতীলীগ নেতা ইব্রাহীম বিশ্বাস, রিজাউল ইসলাম, গোলাম রসুল, প্রভাষক প্রকাশ কুমার মল্লি-ক, আব্দুর রহমান, লিটন হোসেন, ডাক্তার মোশারফ হোসেন প্রমুখ।

মণিরামপুর পৌরসভা কমিটির সভাপতি আব্দুল মালেক, সাধারন সম্পাদক বিশ্বজিৎ সাহা, ঝাঁপার মাষ্টার সাখাওয়াৎ হোসেন, সাধারন সম্পাদক খালেদুর রহমান টিটো, নেহালপুরের মাষ্টার সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক মোশারফ হোসেন, মনোহরপুরের সভাপতি ওলিয়ার রহমান, সাধারন সম্পাদক তোফাজ্জেল হোসেন, ভোজগাতীর সভাপতি হলেন আব্দুল হাই, সাধারন সম্পাদক আবুল খায়ের, ঢাকুরিয়ার সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক উজ্বল সাধূ খা, মশ্বিমনগরের সভাপতি অসিত কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক গাজী তুহিন মালিক, চালুয়াহাটির সভাপতি ফজলুর রহমান খান, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, শ্যামকুড় ইউনিয়ন কমিটির সভাপতি ইউসুফ আলী এবং সাধারন সম্পাদক ইমরুল কায়েস।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন