মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল ২৫ মার্চের কালরাতে ইতিহাসের এই দিনে পাশবিকতা, নৃশংসতা আর হিস্রতার রুপ প্রকাশ করে পশ্চিম পাকিস্তানি শাসক ও সেনাবাহিনী। বাংলার মানুষের জীবনে নেমে আসে অন্ধকার, চলে নির্বচারে গণহত্যা। ২৫ মার্চ গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে পুরাতন আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম মিলন, মণিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, সাবেক ছাত্রনেতা সন্দীপ ঘোষ, নেহালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম ফারুক হোসেন, সাবেক কাউন্সিলর গৌর ঘোষ, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক আসমাতুন্নাহার, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের যুগ্ম সাধারণ সম্পাদক আসমা খাতুন লাখী, ছাত্রলীগ নেতা মাহাবুর হোসেন, জনি হোসেন, মুর্শিদ হাসান ইমনসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে ২৫ শে মার্চ ভয়াল গণহত্যা স্বরণে মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান জানানো হয়।