হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে হযরত আলী নামে এক চৌকিদারের বিরুদ্ধে নানা অভিযোগে মানববন্ধন।

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

মণিরামপুরে হযরত আলী নামে এক গ্রামপুলিশের (চৌকিদার) বিরুদ্ধে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। তাঁর বিচারের দাবিতে গত রোববার বিকেলে খানপুর ইউনিয়ন পরিষদের সামনে শতাধিক নারীপুরুষ মানববন্ধন করেছেন।

এরআগে গেল বৃহস্পতিবার ভুক্তভোগীদের পক্ষে কামরুল হাসান নামে একজন তাঁর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ইউএনও সৈয়দ জাকির হাসান।

তবে অভিযোগ সাজানো বলে দাবি চৌকিদার হযরত আলীর। তিনি খানপুর ইউনিয়নের মাছনা ওয়ার্ডের গ্রামপুলিশ।

ভুক্তভোগীদের অভিযোগ, হযরত আলী সরকারি বিভিন্ন সুবিধা পাইয়ে দেয়ার কথা বলে রাবেয়া বেগমের কাছ থেকে ৩ হাজার, শামছুর রহমানের কাছ থেকে ১২ হাজার, শিউলি বেগমের কাছ থেকে ৩ হাজার, আজিজুর রহমানের মাছ থেকে ৬ হাজার, মুর্ত্তজা হোসেনের কাছ থেকে ৫ হাজার ও আবু তাহেরের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়েছেন। এছাড়া তাঁর বোনের অপরাধমূলক কাজের প্রতিবাদ করায় গ্রামবাসীকে পুলিশ দিয়ে হয়রানির অভিযোগ করছেন ভুক্তভোগীরা।

এদিকে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন চৌকিদার হযরত আলী। তিনি বলেন, সরকারি সুবিধা দেওয়ার ক্ষমতা পরিষদের চেয়ারম্যান ও সচিবের। আমাদের গ্রামপুলিশদের কি কোন ক্ষমতা আছে? আমি কারো কাছ থেকে টাকা পয়সা নিইনি।

তিনি বলেন, অভিযোগকারী কামরুল আমার সৎ ভাই। জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে সে আমার বিরুদ্ধে এসব করছে।

খানপুর ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী বলেন, গত পাঁচ বছরে চৌকিদারের বিরুদ্ধে আমাকে কেউ কিছু জানননি। হঠাৎ আমার অজান্তে কিছু লোক তাঁর বিরুদ্ধে মানববন্ধন করেছেন। বিষয়টি আমি স্থানীয়ভাবে দ্রুত মীমাংসা করে দেব।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন