হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে সাংবাদিক ফারুকের পুকুরে বিষ দিয়ে মাছ সাবাড়

মণিরামপুর( যশোর) প্রতিনিধি :

যশোরের মণিরামপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক প্রতিদিনের কথার প্রতিনিধি জিএম ফারুক আলমের গ্রামের বাড়ি আম্রঝুটার পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। রহস্যজনকভাবে সোমবার ভোরে ওই পুকুরের বিভিন্ন প্রজাতির প্রায় ৮০ মণ মাছ মারা যায়।

ফারুক আলম বলেন, তার পিতা আব্দুল মজিদ গাজী গ্রামের বাড়িতে নিজেদের ঘের এবং পুকুরে মাছ চাষ করেন দীর্ঘদিন ধরে। সম্প্রতি ৩টি বোরো ধানের আবাদ করায় ওই ঘেরের মাছ উঠিয়ে পুকুরে রেখে দেন। রোববার রাতে হঠাৎ পুকুরের সব মাছ মারা যায়। তাদের ধারণা এলাকার কেউ শত্রুতা করে পুকুরের পানিতে গ্যাস ট্যাবলেট অথবা বিষ জাতীয় কোন পদার্থ প্রয়োগ করেছে। যে কারণে মাছ মারা গেছে।

ফারুক আলম আরও বলেন, পুকুরে মজুত রাখ মাছ আগামী বর্ষা মৌসুমে পুকুর থেকে উঠিয়ে ধান চাষ করা ওই ঘেরে দেয়া হতো। পুকুরের মাছ মারা যাওয়ায় তাদের ৬ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন