মণিরামপুর( যশোর)প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে মুন্না হোসেন (১১), নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার এড়েন্দা গ্রাম থেকে পুলিশ লাশ উদ্ধার করেন। মুন্না, ওই গ্রামের আমজেদ হোসেনের ছেলে। সে ঘরের আড়ার সাথে মাফলার জড়িয়ে গলায় ফাঁস দিয়েছে বলে স্বজনদের দাবি।
শিশুটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।তবে, তার আত্মহত্যার কারণ জানা যায়নি। শিশুর বড়ভাই বিপ্লব হোসেন জানান, সকালে বাড়িতে কেউ ছিল না। ঘরে তালা দিয়ে মুন্নাকে নিয়ে মাঠে ছাগল চরাতে যান তার বাবা। সকাল ১০টার দিকে মুন্না বাবার কাছ থেকে চাবি নিয়ে ঘরে ঢুকে আড়ার সাথে মাফলার জড়িয়ে ফাঁস দেয়। কিছুক্ষণ পরে এসে তারা মুন্নার মরদেহ দেখতে পান। বিপ্লব বলেছেন, বাড়িতে তেমন কিছু হয়নি। ও একটু রাগী ছিল।
কেন একাজ করেছে বুঝতে পারছি না। মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, আগে শিশুটির পরিবার ঢাকায় থাকতেন। সেখানে একবার মুন্না ঘুমের ওষুধ খেয়েছিল। শিশুটি আগে থেকে অস্বাভাবিক ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে।
s