হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে লুট-পাটের ঘটনায় পুলিশের কাছে তথ্য দেয়ায় ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকির অভিযোগ

মণিরামপুরে লুট-পাটের ঘটনায় পুলিশের কাছে তথ্য দেয়ায় ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকির অভিযোগ

কর্তৃক
০ মন্তব্য 150 ভিউজ

মণিরামপুর প্রতিনিধি :

মণিরামপুর পৌর এলাকার বিজয়রামপুর- বাঁধাঘাটা এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে দুই বাড়িতে লুটের ঘটনায় ভুক্তভোগীরা পুলিশের কাছে তথ্য জানানোসহ ছিনতাই-ডাকাতি ও চোর সিন্ডিকেটের এক হোতাকে আটকের পর গভীর রাতে ক্ষতিগ্রস্থদের বাড়িতে হামলা চালিয়ে প্রাণনাশের হুমকী দিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনায় নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছেন লুট-পাট হওয়া বাড়ির সদস্যরা।

নির্মাণ শ্রমিক সংগঠনের সভাপতি বিল্ডিংএর সাব-কন্ট্রাকটর বিজয়রামপুর -বাঁধাঘাটা এলাকার নজরুল ইসলাম জানান, গত মঙ্গলবার গভীর রাতে তার বোন শাহিনুর খাতুনের বাড়িতে একদল সন্ত্রাসী আক্রমণ চালায়। এসময় তারা বাহির থেকে ঘরের দরজাসহ বিভিন্ন স্থানে আঘাত করে বলতে থাকে পুলিশের কাছে আমাদের সদস্যের নাম বলেছিস এবং আমাদের একজনকে পুলিশ আটক করেছে। তাই তোদের কাউকে বাঁচিয়ে রাখবোনা।

এমন হুমকী দিয়ে আক্রামণকারীরা চলে যাওয়ার পর তাদের দুই বাড়ির কেউ রাতে আর ঘুমাতে পারেনি। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। উল্লেখ্য, গত রবিবার দিবাগত রাত ৩টার দিকে নির্মাণ শ্রমিক নেতা নজরুল ইসলাম ও তার বোন শাহিনুর খাতুনের বাড়িতে একদল দূর্বৃত্ত হানা দিয়ে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মোবাইল ফোন লুট করে। ঘটনার সময় লুটপাটকারীদের মধ্যে স্থানীয় একজনকে চিনতে পেরে তারা পুলিশের কাছে তার পরিচয় প্রকাশ করে।

একের পর এক ওই এলাকায় ছিনতাই- ডাকাতি ও চুরির ঘটনায় এলাকাবাসীর অতিষ্ঠ হওয়ার বিষয়টি মাথায় নিয়ে পুলিশ মাঠে নামে। এরই অংশ হিসেবে গত সোমবার রাত ১০টার দিকে থানার এসআই খান আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশ পৌর এলাকার কামালপুর গ্রামে অভিযান চালিয়ে ছিনতাই-ডাকাতি ও চোর সিন্ডিকেটের হোতা মিলনকে গ্রেফতার করে।

ভুক্তভোগী নজরুল ইসলামসহ স্থানীয়দের জোর দাবী পুলিশ কর্তৃক মিলনকে আটক ও একই চক্রের অপরাধীদের সম্পর্কে পুলিশের কাছে তথ্য দেয়ার কারণে গভীর রাতে বাড়িতে আক্রমণসহ প্রাণনাশের হুমকী দেয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন