রিপন হোসেন সাজু, মণিরামপুর (যশোর) :
মণিরামপুরে আড়পাতা বিলের একটি মাছের ঘের থেকে প্রকাশ চন্দ্র মল্লিক (৪২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১১ টার দিকে উপজেলার নেহালপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক আতিকুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে ঘের মালিক কালিবাড়ি গ্রামের ওদুদ শেখ এর স্ত্রী মেরিনা মাছের ঘেরে খাবার দিতে যায়, এ সময় পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজনকে জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ভাসমান লাশটি উদ্ধার করেছেন।
সূত্র জানায়, প্রকাশ চন্দ্র মল্লিক যশোরের অভয়নগর উপজেলার ফুলেরগাতী গ্রামের প্রহল্লদ মল্লিকের ছেলে। সে মণিরামপুরের মধুপুর গ্রামের রফিক হত্যা মামলার এজাহারভূক্ত আসামী ছিলো বলে জানা গেছে।
এলাকাবাসী ও পুলিশ জানিয়েছেন, এক দুু’দিন আগে দূর্বৃত্তদের হাতে সে খুন হতে পারে। প্রকাশ চন্দ্র মল্লিকের বড় ভাই অসিত মল্লিক সাংবাদিকদের বলেন, শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় প্রকাশ। এরপর আর সে বাড়ি যায়নি।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-ইআলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ আটক করেননি। মরদেহটি ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
