মণিরামপুর (যশোর)প্রতিনিধিঃ
‘মাদককে না বলি-খেলাধুলায় জীবন গড়ি’- এ শ্লোগানকে সামনে রেখে মরহুম আলহাজ্ব মজিদ গাজী স্মরণে মণিরামপুর নাভানা স্পোটিং ক্লাবের উদ্যোগে ৮ দলীয় মিনি নাইট ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় পৌরসভার ৮ নং ওয়ার্ড কামালপুরে নাভানা মিনি স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নবনির্বাচিত কাউন্সিলর বাবলুর রহমান ও নাভানা স্পোটিং ক্লাবের সভাপতি ইমন আহমেদ হায়দার উপস্থিত থেকে বিজয়ীদলের হাতে পুরস্কার তুলে দেন । খেলার সার্বিক পরিচালনা করেন মণিরামপুর নাভানা স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক আলিমুন খান।পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ইমন আহমেদ হায়দারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী কাজী মাহমুদ পারভেজ শুভ,বিশিষ্ট ব্যবসায়ী ইদ্রিস গাজী, রফিকুল ইসলাম গাজী,মণিরামপুর ওয়ালটনের ডিলার হাফিজুর রহমান মামুন ও ঠিকাদার আব্দুল্লাহ আল মারুফ।
নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সোনার বাংলা ফুটবল টিম টাইটানিক ফুটবল টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
s