হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে বাল্যবিবাহ আয়োজনের দায়ে কন্যার পিতাকে ২০ হাজার টাকা জরিমানা

মণিরামপুরে বাল্যবিবাহ আয়োজনের দায়ে কন্যার পিতাকে ২০ হাজার টাকা জরিমানা

কর্তৃক
০ মন্তব্য 138 ভিউজ

 মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মণিরামপুরে বাল্য বিবাহ আয়োজনের দায়ে কন্যার পিতাকে ২০ হাজার টাকা জরিমানার দন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত সুত্রে জানা যায়, রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১ টার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খোরশেদ আলম চৌধুরী মণিরামপুর সদর ইউনিয়নের খর্দগাংড়া গ্রামে এসএসসি উত্তীর্ণ এ্যানি খাতুন(১৬) নামের এক শিক্ষার্থীর বাল্য বিবাহের আয়োজন চলছে এমন খবর পেয়ে কন্যার বাড়িতে অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কন্যা এ্যানি খাতুন (১৬) গা ঢাকা দেয়।

এ সময় কন্যার পিতা লিটন হোসেন, দাদা নিছার আলীকে পুলিশ আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এনে হাজির করা হয়। অতঃপর দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ আয়োজনের দায়ে কন্যার পিতাকে ২০হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন এবং কন্যাপক্ষকে তাদের মেয়ের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না মর্মে অঙ্গিকার করার শর্তে তাদেরকে মুক্ত করে দেওয়া হয়। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি আক্তার, থানার উপ-পরিদর্শক মহসিন আলী উপস্থিত ছিলেন

সম্পর্কিত পোস্ট

মতামত দিন