রিপন হোসেন সাজু, মণিরামপুর (যশোর) :
মণিরামপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রসহ ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার বেগারীতলায় ও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতগাতী বাজারে দূর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার বাহিরঘরিয়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে স্কুল ছাত্র রাসেল হোসেন (১৫) একই গ্রামের তবিবুর রহমানের ছেলে ২৫০ শয্য হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার রনি হোসেনকে মৃত ঘোষণা করেন (১৭)। এবং জসীম উদ্দীনের ছেলে হৃদয় হোসেনকে (১৮) যশোর ২৫০ শয্যা হাসপাতাল থেকে আশংকাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়েছে সে এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
অপর দিকে উপজেলার বেগারীতলায় আহতরা হলেন বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের হান্নান শেখ (৩৭) , লেয়াকত শেখ (৬২), আনোয়ার শেখ (৪০), সাগর হোসেন (২৭), মান্নান শেখ (৩০), ইসমাইল শেখ (২৭), ওসমান আলী (৫০), সোবহান আলী (২০), নুরুল ইসলাম (২২) ও সাগর হোসেন (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, তিন বন্ধু রাসেল হোসেন, রনি হোসেন এবং হৃদয় হোসেন মোটরসাইকেল ভাড়া করে ঘুরতে বের হয়। ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নেহালপুর-কালিবাড়ি সড়কের সাতগাতী বাজারের ওই সড়কে দাড়িয়ে থাকা ইটবাহি ট্রলির পিছনে ধাক্কা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ সময় ঘটনাস্থলে রাসেল হোসেন নিহত হয় এবং অপর দুই মোটরসাইকেল আরোহী রনি ও হৃদয় গুরুতর আহত হয় পরবর্তীতে হাসপাতালে তাদের ভর্তি করা হলে রনি যশোর ২৫০ শয্যা হাসপাতালে তার মৃত্যু হয়।
অপর দিকে সকালে ১০ জন শ্রমিক কাজের জন্য আলমসাধু যোগে যশোরে যাওয়ার পথে যশোর-সাতক্ষীরা মহাসড়কের বেগারীতলা-জামতলায় পৌছালে পিছন দিক থেকে একটি মালবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে আলমসাধুটি দুমড়ে-মুচড়ে যায় এবং শ্রমিকরা গুরুতর আহত হয়। স্থানীয়রা যশোর-চ-১১-৪১৩৭ নম্বরধারী ট্রাকটি আটকিয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। হাসপাতালে নেওয়ার পর হান্নান শেখ মারা যান।
মণিরামপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার প্রণব কুমার বিশ্বাস বলেন, আহত ১০ দিনমজুরকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দুর্ঘটনায় গুরুতর আহত ৩ জনকে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাসেল হোসেনকে মৃত ঘোষণা করেন।
জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মোঃ জিসান জানান, হাসপাতালে আনার আগেই রাসেল মারা যায় এবং বাকি দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে। মণিরামপুর থানার ওসি নূর-ই-আলম সিদ্দিকী বলেন, বেগারীতলা সড়ক দূর্ঘটনায় কবলিত ট্রাকটিকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় কোন পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।