হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে নারী দিবসে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল অ্যাপসের উদ্বোধন

মণিরামপুর (যশোর)প্রতিনিধি:

মণিরামপুরে আড়ম্বরপূর্ণ ভাবে আন্তর্জাতিক নারী দিবস-২০২১পালিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে নারী দিবসের আলোচনাসভাসহ বাল্য বিবাহ রোধ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এদিন বাল্য বিবাহ রোধ সহায়ক মোবাইল অ্যাপস (সিএমপি)-এর শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বাল্যবিবাহ রোধ সহায়ক মোবাইল অ্যাপস (সিএমপি)-এর শুভ উদ্বোধন ও মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভুমি) পলাশ কুমার দেবনাথ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, সহকারী প্রগ্রামার কর্মকর্তা প্রহলাদ দেবনাথ, মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার, পৌর কাউন্সিলর গীতা রানী কুন্ডু প্রমুখ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন