রিপন হোসেন সাজু, মণিরামপুর (যশোর) :
যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. তম্ময় বিশ্বাস যোগদান করেছেন। এ সময় হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগতম জানান।
মঙ্গলবার সকালে তিনি যোগদান করেন বলে এ তথ্য জানান হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. অনুপ কুমার বসু। ডা. তম্ময়ের বাড়ি মণিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে। ইতিপূবে তিনি কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা হিসেবে কর্মরত ছিলেন।