মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
মণিরামপুর চাউল বাজার ব্যবসায়ী সমিতির (পাইকারি ও খুচরা ব্যবসায়ী) কমিটি গঠিত হয়েছে। এতে আশরাফ আলী মোল্যা সভাপতি, মোনায়েম হোসেন সাধারন সম্পাদক এবং শাহিদুল ইসলাম সাঈদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটি গঠন উপলক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় সমিতির কার্যালয়ে শেখ আবুর তাহেরের সভাপতিত্বে ও আরিফুল ইসলাম পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবেন। এসময় সহসভাপতি শেখ আবু তাহের, আরিফুল ইসলাম, মতিয়ার রহমান, মোদাচ্ছের আলী, মোঃ তুহিন হোসেন সহ সাধারন সম্পাদক আনছার আলী, মোঃ মিন্টু হোসেন দপ্তর সম্পাদক, সজল দত্ত কোষাধ্যক্ষ ও সোহান মোল্যা প্রচার সম্পাদক নির্বাচিত হন। নবগঠিত কমিটির সেক্রেটারী মোনায়েম হোসেন জানান, আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।