মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, নিহত ও আহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন লাভলু।
সাবেক ছাত্রনেতা সন্দ্বীপ ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য এস এম ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক অসিত দেবনাথ, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক বাবুল করিম বাবলু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিলন, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, যুগ্ম আহবায়ক শেখ আব্দুল লতিফ, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক হাজী আহাদুল করিম, যুবলীগ নেতা শিপন সরদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমাতুন্নাহার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রকি, সহ-সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বাপ্পি, সাবেক ছাত্রনেতা সাইদুল ইসলাম সাইদ, ভোজগাতী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে ২১ আগস্টে নিহত ও আহতদের স্বরনে দোয়া করা হয়।