মণিরামপুর (যশোর) :
ঘর বন্দি কোভিড-১৯ করোনা ভাইরাসের ভয়ে যখন বিশ্ব। করোনায় মৃত ব্যাক্তির কাছে যখন তার আত্মীয় স্বজনরা ভয়ে আসে না ঠিক তখন করোনাকালে বিপর্যস্ত মানবতার মধ্যেও সারাদেশে মানবতার আলোর মশাল জ্বালিয়ে গ্রাম চিকিৎসকরা সেবা প্রদান করে যাচ্ছেন।
আজদেশে করোনাভাইরাসের কারণে মণিরামপুর উপজেলার গ্রাম্য ডাক্তাররা জীবনের ঝুঁকি নিয়ে নিয়মিত গ্রামের সাধারণ রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন। করোনা প্রতিরোধে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের পিপিই ছাড়াই তারা রোগীদের সেবা দিয়ে আসছেন। এতে করে চিকিৎসক, রোগীসহ সাধারণ মানুষ করোনা আতঙ্কে পড়ে।
অবশেষে তাদের পাশে এসে দাঁড়ালেন যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান দানবীর এস এম ইয়াকুব আলী।
আজ সকসল ১০টার সময় বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সিমিতর, মনিরামপুর শাখার উদ্যোগে বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এস এম ইয়াকুব আলীর দেওয়া পিপিই ও মাস্ক গ্রাম্য চিকিৎসকদের মাঝে বিতারন করা হয়।
উক্ত অনুষ্টানের সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সিমিতর মনিরামপুর শাখার সভাপতি আলমগীর হোসেন মন্টু। অনুষ্টানটি রাশেদ রেজা পরিচালনায় বক্তব্য দেন সিমিত সাধারণ সম্পদক ডা. মো: বাবর বলী, জহির উদ্দীন, বজলুর রহমান টিক্কা প্রমূখ।