মণিরামপুর প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে সোনিয়া খাতুন (২৩) নামে এক কলেজ-ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন স্বজনরা। সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার জালালপুর গ্রামে ঘটনাটি ঘটে। সোনিয়া ওই ওয়ার্ডের ইউপি সদস্য মুনসুর আলীর মেয়ে। সে যশোর সরকারি মহিলা কলেজে অনার্স (ইংরেজি) ৩য় বর্ষের ছাত্রী ছিল।গত একমাস দশদিন আগে যশোরের ভাতুড়িয়া গ্রামের জনৈক পিয়াল হোসেনের সাথে
নিজের পছন্দে বিয়ে হয় তার। পিয়াল ভারতে একটি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে শেষ বর্ষের ছাত্র। আজ (সোমবার) তাকে বরপক্ষ আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়ার কথা ছিল।
সোনিয়ার আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। তবে পিতা মুনসুর আলীর দাবি শারীরিক অসুস্থতার কারণে সে আত্মহত্যা করেছে।
মুনসুর আলী বলেন, আজ বরপক্ষ সোনিয়াকে তুলে নেওয়ার কথা ছিল। ভোর পাঁচটার দিকে উঠে ওর মা রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই সময় মেয়ের কোন সাড়াশব্দ না পেয়ে তিনি তার ঘরে যান। ঘরে গিয়ে দেখেন সোনিয়া আড়ার সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দিয়েছে। এরপর চিৎকার শুনে এসে আমরা মেয়েকে নামিয়ে আনি। ততক্ষণে সোনিয়ার মৃত্যু হয়েছে।
খেদাপাড়া ক্যাম্প পুলিশের আইসি এসআই গোলাম রাসুল বলেন, মুনসুর মেম্বারের মেয়ের আত্মহত্যার খবর পেয়ে আমি ক্যাম্প থেকে রওয়ানা হয়েছি। বিস্তারিত পরে জানাতে পারবো।