হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে কখন কোথায় ঈদুল আযহা’র নামাজ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

মণিরামপুর মান্দারতলা ঈদগাহ ময়দান, প্রতিবারের ন্যায় এবারও মণিরামপুরে ২৪০ টি ঈদগাহে পবিত্র ঈদুল আযহা’র নামাজ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পৌরসভায় ১২ টি ঈদগাহসহ ১৭ টি ইউনিয়নের ২৪০ টি ঈদগাহে ঈদুল আযহার জামাতের সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। জামায়াতের সম্ভব্য সময়সূচি প্রকাশ করেছে মণিরামপুর ইসলামি ফাউন্ডেশন। মণিরামপুর পৌরসভায় প্রথম ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে থানা মসজিদ সংলগ্ন ঈদগাহে সকাল ৭ টায়। এছাড়া মণিরামপুর ফাযিল মাদ্রাসা ঈদগাহ ময়দানে প্রথম নামাজ ৭টা ও দ্বিতীয় নামাজ ৮ টায় সহ উপজেলার বিভিন্ন ঈদগাহে ২৪৫ টি নামাজ অনুষ্ঠিত হবে।

খোজ খবর নিয়ে জানা যায়, মণিরামপুর পৌরসভা- ১২টি ঈদগাহসহ উপজেলার রোহিতা ইউনিয়নে-৩০ টি, সদর-৬ টি, শ্যামকুড়-১৭ টি, খানপুর-১৫ টি, দুর্বাডাঙ্গা-১৩ টি, কুলটিয়া-৫ টি, নেহালপুর-৮ টি, মনোহরপুর-১১ টি, কাশিমনগর-৮ টি, ভোঁজগাতী-৯ টি, ঢাকুরিয়া-১৭ টি, হরিদাসকাটি-৭ টি, খেদাপাড়া-১২ টি, হরিহরনগর-২৭ টি, ঝাপা-১৫ টি, মশ্বিমনগর-১৮ টি এবং চালুয়াহাটি ইউনিয়নের -১০ টি ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

মণিরামপুর পৌরসভাধীন ১২ টি ঈদগাহের নামাজের সময়সূচিঃ

মণিরামপুর থানা মসজিদ সংলগ্ন ঈদগাহ সকাল ৭ টা।
বাঁধাঘাট ঈদগাহ ৮ টা।
মণিরামপুর ফাযিল মাদ্রাসা ঈদগাহ প্রথম ৭ টা ও দ্বিতীয় ৮ টা।
বিজয়রামপুর মান্দারতলা কেন্দ্রীয় ঈদগাহ ৮:৩০ মিনিট।
কামালপুর ঈদগাহ সকাল ৮:৩০ মিনিট।
দূর্গাপুর কেন্দ্রীয় ঈদগাহ ৮টা।
স্বরুপদাহ ঈদগাহ ৯ টা।
হাকোবা মাদ্রাসা ঈদগাহ ৮:৩০ মিনিট।
হাকোবা কেন্দ্রীয় ঈদগাহ ৯:০০ মিনিট।
জয়নগর ঈদগাহ ৭:৩০ মিনিট।
জুড়ানপুর ঈদগাহ ৮ টা।
মহাদেবপুর ঈদগাহ ৯টা।

এছাড়া মণিরামপুর উপজেলার ২৪০ টি ঈদগাহ ময়দানে সকাল ৭ টা, ৮ টা, সাড়ে ৮টা এবং সর্বশেষ ৯টায় নামাজ অনুষ্ঠিত হবে বলে জানাগেছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন